কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


অস্ত্র ও প্রযুক্তি বিনিময়ে ভারতকে কতটা বিশ্বাস করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র থেকে ভারত কয়েক শ কোটি ডলারের সমরাস্ত্র কিনছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সর্বশেষ যুক্তরাষ্ট্র সফরকালে এ নিয়ে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর অর্থ এই নয় যে দীর্ঘদিনের মিত্র রাশিয়ার অস্ত্রের ওপর থেকে ভারতের আস্থা কমে যাচ্ছে, এ জন্য তারা পশ্চিমা অস্ত্রের দিকে ঝুঁকছে। ভারতের নিরাপত্তা কর্মকর্তা ও বিশ্লেষকেরা বলছেন, ভারত বরং এখন নিজেদের অভ্যন্তরীণ অস্ত্রশিল্পকে এগিয়ে নিতে চায়।

ভারত বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ। তবে তারা এখন কৌশল বদলেছে। বেশির ভাগ ক্ষেত্রে অস্ত্র কেনার সময় চুক্তিতে যৌথভাবে সমরাস্ত্র উৎপাদন বা প্রযুক্তি স্থানান্তরের মতো বিধানকে অন্তর্ভুক্ত করছে। সেটা যেকোনো দেশের সঙ্গে অস্ত্র কেনার চুক্তি হোক না কেন।

ভারতের প্রতিরক্ষা কর্মকর্তারা অবশ্য মানছেন, ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে ভারতের অস্ত্র সরবরাহ বেশ ব্যাহত হচ্ছে। এ অবস্থায় ভারত অস্ত্র আমদানিতে বৈচিত্র্য আনা বা আমদানির বদলে দেশে অস্ত্র তৈরির দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণের পথ বেছে নিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন