কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


কম দামের আশায় প্রাণের ঝুঁকিতে এলপিজির ভোক্তারা

দামের সুবিধায় ঝুঁকি বিবেচনা না করেই সিলিন্ডার নিয়ে ভোক্তা ছুটছেন অটোগ্যাস স্টেশনে। এতে ঘটতে পারে প্রাণহানির মতো বড় দুর্ঘটনা। এ নিয়ে জ্বালানি বিভাগে অভিযোগ জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অবৈধ এই প্রক্রিয়া রুখতে কঠোর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে জ্বালানি বিভাগ।

এক কেজি অটোগ্যাসের দাম ৪৬ টাকা ৫৯ পয়সা। সে হিসাবে ১২ কোজি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) যদি কেউ রিফুয়েলিং স্টেশনে গিয়ে নেয় খরচ পড়ে ৫৫৯ টাকা। কিন্তু এলপিজি অপারেটরদের কাছে একটি এলপিজির সরকার নির্ধারিত দাম ৯৯৯ টাকা। যদি ধরে নেওয়া হয় সরকার নির্ধারিত দামেই সারাদেশে এলপিজি বিক্রি হচ্ছে তাহলেও দুই দামে পার্থক্য ৪৪০ টাকা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বলছে, এই দামের সুবিধা নিতে ঝুঁকিপূর্ণ উপায়ে এখন গৃহস্থালির এলপিজি বোতলগুলো এলপিজি রিফুয়েলিং স্টেশনে নিয়ে ভর্তি করা হচ্ছে। এতে করে প্রাণহানির ঝুঁকি বাড়ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন