কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ঢাকামুখী গণপরিবহন সংকট, ভোগান্তিতে কর্মজীবীরা

নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী গণপরিবহন সংকটের কারণে সকাল থেকে ভোগান্তিতে পড়েছেন অফিসসহ কর্মস্থলগামী যাত্রীরা।  

বুধবার (১২ জুলাই) সকাল থেকে বন্ধ করে রাখা হয় বিআরটিসি ছাড়া সকল বাস। বিআরটিসি চললেও তা সংখ্যায় খুব কম।

সকাল থেকে সরেজমিনে, শহরের ১ নম্বর টার্মিনাল এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। সেখানে বন্ধন, উৎসবসহ বিভিন্ন পরিবহনের কোনো বাস চোখে পড়েনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচল করবে বলে জানান বাস সংশ্লিষ্টরা।

ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে চাকুরি করা ফরহাদ জানান, আমি সকাল ৭টা থেকে এখানে বাসের জন্য দাঁড়িয়ে আছি। এখন ১০টা বাজে কিন্তু বাস পাচ্ছি না। মাত্র বিআরটিসি চলাচল শুরু হল এখন ঢাকা যাব।  

এদিকে, বিএনপির সমাবেশের কারণে বাস বন্ধ দাবি করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন জানান, আমাদের সমাবেশ আজ, সেখানে যেন কেউ যেতে না পারে তার প্রতিবন্ধকতা তৈরি করতেই বাসসহ গণপরিবহন বন্ধ রাখা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন