কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


রুপিতে বাণিজ্য : আমাদের বড় ঝুঁকিও নেই, লাভও নেই খুব বেশি

ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্যের উদ্যোগটি প্রাথমিকভাবে খুব বেশি কার্যকর হবে বলে আমার মনে হয় না। এ উদ্যোগের সফলতা নির্ভর করবে দুটি বিষয়ের ওপর। প্রথমত, এ বাজারে তথা আয়োজনের যাঁরা সম্ভাব্য অংশগ্রহণকারী, তাঁরা আদৌ এ প্রক্রিয়ায় অংশ নিতে চান কি না। দ্বিতীয়ত, এ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী ব্যবসায়ীদের কোনো লাভ আছে কি না। যদি অংশগ্রহণকারীদের আগ্রহ এবং লাভ থাকে, তবে উদ্যোগটি সফল হতে পারে।

এখন পর্যন্ত এ উদ্যোগের যে আয়োজন, তাতে রুপিতে বাণিজ্য তাঁদের জন্যই লাভজনক হতে পারে, যাঁদের ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি—উভয় ধরনের বাণিজ্য রয়েছে। অর্থাৎ, যাঁদের রুপিতে আয় করে রুপিতেই খরচ করার বন্দোবস্ত আছে, তাঁরাই এ প্রক্রিয়ায় অংশ নেবেন। এ ধরনের প্রতিষ্ঠান বা ব্যবসায়ীর সংখ্যা আমাদের দেশে খুব বেশি নেই। তাই শুরুতে এটি খুব বেশি কার্যকর হবে—এমনটা আশা করতে পারছি না।

বাংলাদেশ ও ভারতের মধ্যে যে বাণিজ্য পরিস্থিতি, তাতে রুপিতে লেনদেন চালু হলে তাতে বাংলাদেশের চেয়ে ভারতের লাভই বেশি। ভারত এ অঞ্চলে রুপিকে জনপ্রিয় করতে চায়। তাই বাংলাদেশের সঙ্গে রুপিতে বাণিজ্য শুরু করতে পারলে তাদের সেই চেষ্টায় কিছুটা হলেও অগ্রগতি হবে।

অন্যদিকে এ ধরনের উদ্যোগে বাংলাদেশের জন্য বড় ধরনের ঝুঁকি যেমন নেই, তেমনি খুব বেশি লাভও নেই। তবে এ কথা ঠিক, এ উদ্যোগের ফলে ব্যবসায়ীদের জন্য একটি বিকল্প ব্যবস্থা তৈরি হবে। কোনো ব্যবসায়ী যদি মনে করেন সুযোগটি নেবেন, তাহলে তা নিতে পারবেন। কিছু না থাকার চেয়ে কিছু বিকল্প থাকা ব্যবসার জন্য ভালো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন