কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সরকার লুটপাটকে নিয়মে পরিণত করেছে: সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘আজকের রাজনীতির একদিক অনেক চাকচিক্য। সেখানে উন্নয়ন আছে, পদ্মা সেতুর সৌন্দর্য আছে, লুটপাটের অর্থ বিদেশে পাচারও আছে, দেখে মনে হবে এটা ধনির বাংলাদেশ। আরেকটা চিত্র সাধারণ মানুষের ৯৫ শতাংশের দুর্দশার চিত্র। শ্রমিকরা পাওনা টাকা পায় না। বাজেটে শ্রমিক পাওনার বরাদ্দ হয় না। অথচ জনগণের টাকা পাচার হয়ে বিদেশে চলে যায়।’

রবিবার (৯ জুলাই) খুলনা সফরে এসে প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন তিনি। তিনি খুলনায় ‘রাজনৈতিক সংকট ও গণতান্ত্রিক শক্তিসমূহের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় যোগদান করেন। নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ সভা বেলা ১১টার দিকে শুরু হয়।

সাকি বলেন,  ‘উন্নয়নে একদল লোক ধনি হচ্ছে। চাকচিক্য বাড়ছে। আর ৯৫ ভাগ মানুষ সংকটের মধ্যে পার করছেন। বানরের তৈলাক্ত বাশে ওঠা আর নামার মতো অবস্থা তাদের। টাকার মান অর্ধেকেরও নিচে নেমে আসছে। শ্রমিক মেহনতি মানুষের পকেটই কাটা যাচ্ছে। সাধারণ মানুষ সম্পদ তৈরি করে। আর সরকার বাজেটের নামে মানুষের পকেট কাটছে। লুটপাটকে নিয়মে পরিণত করেছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ উপরমহলের ক্ষমতার সকল স্তরে ভাগ বাটোয়ারা করার পথ তৈরি করেছে এ সরকার। তাদের নানান অন্যায় সুযোগ-সুবিধা দিয়ে ক্ষমতা পাকাপোক্ত করছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন