কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পয়সা উশুল সিনেমা ‘প্রিয়তমা’

প্রথম আলো প্রকাশিত: ০৫ জুলাই ২০২৩, ০৯:০২

‘আমি নিজের ঢোল নিজে পিটাই না, আমার পরিচয় পাবলিক দেবে, আমি না,’ এই বলে প্রিয়তমায় এন্ট্রি নিয়েছেন শাকিব খান। তার আগে থেকেই অবশ্য স্ক্রিনে শাকিব খানকে দেখে সোল্লাস চিৎকার জুড়ে দিয়েছিলেন দর্শক। আর এই সংলাপ শোনার পর দর্শকের উৎসাহ যেন আরও বেড়ে গেল।


এই ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা ‘প্রিয়তমা’। জ্যামহীন ফাঁকা রাস্তা পেরিয়ে মধুমিতা সিনেমা হলে গিয়ে চমকে উঠতে হলো। ছয়টার শো শুরু হতে এখনো এক ঘণ্টা বাকি। কিন্তু এর মধ্যেই টিকিট শেষ, কাউন্টার বন্ধ। শো শুরুর ঠিক পাঁচ মিনিট আগে তিন গুণ বেশি টাকায় মিলল টিকিট। টাকাটা দেওয়ার সময় ভাবছিলাম, পয়সা উশুল হবে তো? সিনেমা দেখার পর মনে হয়েছে, পয়সা উশুল। সিনেমা নির্মাণে সময় কম পেলেও হতাশ করেননি পরিচালক। আর মুগ্ধ করেছে সিনেমার গান। তার মধ্যে শেষের ‘ঈশ্বর’ গানের সঙ্গে অনেক দর্শকের চোখে পানি দেখা গেছে। সিনেমা শেষেও কানে বেজেছে গানের ‘ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না’ লাইনটা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও