কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


১০০ বছরে পা রাখলো ইতিহাসের সবচেয়ে বিশ্বস্ত কুকুর হাচিকো

'যত সময়ই লাগুক না কেন, আমি তোমার জন্য অপেক্ষা করবো'- এটাই ছিল চীনা সিনেমাটির পোস্টারের ট্যাগলাইন। ইতিহাসের সবচেয়ে বিশ্বস্ত ও অনুগত কুকুর হিসেবে পরিচিত হাচিকোর গল্প তুলে ধরা হয়েছে এই সিনেমায়। আর এবছর হাচিকো শতবর্ষে পা রাখতে যাচ্ছে, খবর বিবিসির।

মনিব মারা যাওয়ার পরেও জাপানের একটি ট্রেন স্টেশনে বসে বছরের পর বছর ধরে তার জন্য অপেক্ষা করে গেছে হাচিকো। নিজের কাজের মাধ্যমে অমর হয়ে রয়েছে সে। আকিতা ইনু প্রজাতির এই কুকুরটির কথা উঠে এসেছে উপন্যাস থেকে শুরু করে সিনেমা এবং সায়েন্স ফিকশন সিটকম ফুতুরামা'তেও।

১৯৮৭ সালে জাপানি ভার্সন এবং ২০০৯ সালের চলচ্চিত্র 'হাচিকো: আ ডগ'স টেল', দুটিই বক্স অফিসে ব্যাপক সফলতা পায়। এরপরে মুক্তি পায় চীনা সংস্করণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন