কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বর্ষায় কেমন জুতা পরবেন?

বার্তা২৪ প্রকাশিত: ০২ জুলাই ২০২৩, ০৫:৪৬

টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার বেশির ভাগ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটু পানি জমেছে। এমন পরিস্থিতিতে ছাতা ও রেনকোটের দোকানগুলিতে ভিড় বাড়ছে। তবে বর্ষার মৌসুমে সঙ্গে শুধু ছাতা রাখলেই চলবে না, ঠিকঠাক একটা জুতাও পরতে হবে। সারা বছর যে জুতা পরে দাপিয়ে বেড়ান, জলকাদায় কিন্তু সেই একই জুতা পরলে মুশকিলে পড়তে পারেন। তাছাড়া, এ সময় রাস্তাঘাটও পিছল থাকে। ফলে এমন জুতা পরতে হবে যে, বাস ধরতে দৌড়লেও পড়ে যাওয়ার আশঙ্কা নেই। কিন্তু অনেকেই বুঝতে পারেন না বর্ষায় কী জুতা কিনবেন। বর্ষায় জুতা কেনার আগে যদি মনে রাখেন কয়েকটি পরামর্শ, তা হলে এই মৌসুমে নিস্তার পেতে পারেন পায়ে ফোস্কা কিংবা অন্য কোনও সংক্রমণ থেকে।


>> বৃষ্টির মৌসুমে বাইরে পরে যাওয়ার জন্য ফ্লিপফ্লপ হল আদর্শ জুতা। পশ্চিমা থেকে সাবেকি, সব ধরনের পোশাকের সঙ্গেই বেশ ভাল মানাবে এই জুতা। তবে এই ধরনের জুতা পরলে জোরে হাঁটাচলা কিংবা দৌড়তেও কোনও অসুবিধা হবে না। জমা পিানি পেরোতেও অসুবিধা হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও