কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঘরে ফেসওয়াশ তৈরি করার নিয়মগুলি জানেন কি

প্রথম আলো প্রকাশিত: ২৯ জুন ২০২৩, ১১:৩২

প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরেই তৈরি করা যায় ফেসওয়াশ। একটু সময়সাপেক্ষ হলেও ত্বকের জন্য তা দারুণ। ঘরে ফেসওয়াশ তৈরির কাজটা কিন্তু খুব একটা কঠিনও নয়। রোজকার ব্যস্ততার মধ্যে এই সময়টুকু বের করতে পারলে ত্বক থাকবে সজীব ও কোমল। ত্বকভেদে ফেসওয়াশ তৈরির পদ্ধতি জানালেন হার্বস আয়ুর্বেদিক স্কিন কেয়ার ক্লিনিকের রূপবিশেষজ্ঞ আফরিন মৌসুমী।


অতিরিক্ত তৈলাক্ত ত্বকের জন্য


কারও কারও ত্বক অতিরিক্ত তৈলাক্ত। মুখ ধোয়ার অল্প সময় পরই তেলতেলে ভাব চলে আসতে দেখা যায়। একটু পরপর মুখ ধুতে বা মুছতে হয়। তেল নিয়ন্ত্রণে মুলতানি মাটি দারুণ কাজ করে। ৩ চা-চামচ মুলতানি মাটি, শঙ্খগুঁড়া ৩ চা-চামচ, লবঙ্গগুঁড়া দেড় চা-চামচ নিন। সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। প্রয়োজনমতো গোলাপজল কিংবা পানি মিশিয়ে তৈরি করুন মিশ্রণ। মুখের ত্বকে মালিশ করুন মিনিট দুয়েক। এরপর ধুয়ে ফেলুন। রোজ মিশ্রণ তৈরির পুরো ঝামেলা এড়াতে বেশি পরিমাণ লবঙ্গ গুঁড়া করে সংরক্ষণ করতে পারেন। চাইলে মাটি এবং সব শুকনা উপকরণ একসঙ্গে ব্লেন্ড করেও রেখে দেওয়া যায়। লবঙ্গ দেওয়াতে একটু জ্বালা করতে পারে। ভয়ের কিছু নেই। এভাবে মুখ ধুলে তৈলাক্ত ভাব যেমন কমবে, তেমনি কমবে ব্রণের সমস্যাও।


শুষ্ক ত্বক


শুষ্ক ত্বকের ফেসওয়াশ বানাতে নিন ২ টেবিল চামচ গরম দুধ। এতে ১ চা-চামচ বেসন এবং একটি মাঝারি আকৃতির খেজুর ভিজিয়ে রাখুন মিনিট পাঁচেক। এরপর ভালোভাবে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে ফেসওয়াশ। এই ফেসওয়াশ দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ধরে মালিশ করে মুখ পরিষ্কার করে ফেলতে পারেন। এরপর মুখ ধুয়ে ফেলুন। চাইলে মিশ্রণটি মুখে লাগিয়ে পাঁচ মিনিট অপেক্ষাও করতে পারেন। দুধ দিয়ে তৈরি করা হয় বলে এটিকে সংরক্ষণ করা যাবে না। একবেলা ফেসওয়াশ তৈরি করে বেশি হলে দুবেলা (সকাল ও রাত) সেটি দিয়ে মুখ ধুতে পারবেন, যদি ফেসওয়াশটি কাচের মুখবন্ধ পাত্রে ফ্রিজে রাখা হয়। এই ফেসওয়াশ তৈরির জন্য ছোলার বেসন নেওয়াই ভালো। বেসন ত্বকের মৃত কোষ তুলে ফেলতে সাহায্য করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও