কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নেদারল্যান্ডসের সঙ্গে অবিশ্বাস্য হারের পর স্যামি—এটিই ওয়েস্ট ইন্ডিজের আসল চিত্র

প্রথম আলো প্রকাশিত: ২৭ জুন ২০২৩, ১৪:০৩

ড্যারেন স্যামির মুখে হাসি। কথা বলার সময়ও সেই হাসিটা থাকছিল অনেক সময়। তবে যে কথাগুলো বললেন, তাতে স্পষ্ট—মুখের হাসির আড়ালে ঝড় বয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ কোচের মনে। জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইপর্বে নেদারল্যান্ডসের কাছে সুপার ওভারে অবিশ্বাস্য হারের পর ভারতে যাওয়ার সমীকরণটা শুধু কঠিনই নয়, বলতে গেলে অসম্ভব করে তুলেছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচের পরই সংবাদ সম্মেলন। যাতে অনেক কথাই হলো, যার মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হয়ে থাকল একটা কথাই—এই ম্যাচই আসলে ফুটিয়ে তুলছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বর্তমান চিত্র।


ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি জিততে পারেনি ৩৭৪ রান করার পরও। এর আগে কখনোই এত রান করে জিততে ব্যর্থ হয়নি তারা। জিম্বাবুয়ের পর নেদারল্যান্ডসের বিপক্ষেও পয়েন্ট হারানোয় সুপার সিক্সে উঠলেও ফাইনালে যাওয়ার পথটা এখন বেশ জটিল। জিম্বাবুয়ে-নেদারল্যান্ডসও সুপার সিক্সে ওঠায় ওয়েস্ট ইন্ডিজকে সেখানে শুরু করতে হচ্ছে শূন্য হাতে। ২০১৯ বিশ্বকাপে যেতে বাছাইপর্বে ভাগ্যের ছোঁয়া পেয়েছিল তারা, এবার প্রয়োজন আরও বেশি কিছুর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও