কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মনোনয়ন পাবে ‘সুন্দর ফুল’, হবে নির্ভুল

www.kalbela.com সৈয়দ বোরহান কবীর প্রকাশিত: ২৬ জুন ২০২৩, ১১:২৬

ইংরেজ কবি ওয়ার্ডস ওয়ার্থ মজেছিলেন ‘ড্যাফোডিল’ ফুলে। বসন্তে ফোটা টিউলিপ জাতের এ ফুলের রোমাঞ্চে শিহরিত হয়ে একটি কবিতাও লিখেছিলেন এ কবি। ড্যাফোডিলের আরেক নাম নার্সিসাস। দেখতে অপূর্ব হলেও নার্সিসাস এক ভয়ংকর ফুল। মোহনীয় এ ফুলের গোটা গাছটাই বিষে পরিপূর্ণ। এটি পেটে গেলেই সর্বনাশ। প্রথমে হবে ঝিমুনি ভাব। তারপর প্রচণ্ড পেটে ব্যথা, বমি এবং পাতলা পায়খানা। ড্যাফোডিল কিংবা নার্সিসাস মানুষের মৃত্যুও ডেকে আনতে পারে। শুধু ড্যাফোডিল নয়, এরকম ভয়ংকর সুন্দর ফুলের সংখ্যা কম নয়। করবী ফুল বিষাক্ত। দক্ষিণ ভারতের প্রচুর মানুষ ‘আত্মহত্যা’র জন্য এ ফুলটি ব্যবহার করে। কালজয়ী সাহিত্যিক হাসান আজিজুল হক ‘আত্মজা এবং একটি করবী গাছ’ গল্পটি এরকম দুর্ভাগ্যের এক অনবদ্য ছোটগল্প। যে গল্পে রুকুর বুড়ো বাবা আর্তনাদের মতো বলেন, ‘চমৎকার বিষ হয় করবী ফুলের বিচিতে।’ বাড়িতে করবীগাছ লাগিয়েছিলেন বিষের জন্য। ধুতরা ফুলের বিষের কথা তো আমরা সবাই জানি। আবার কিছু ফুল আছে, যার ফুল সুন্দর কিন্তু গন্ধহীন। কিছু ফুল আছে, যা দেখতে অত আকর্ষণীয় নয়, কিন্তু ফল দেয় উপাদেয়। গোলাপের মতো সুন্দর ফুলের সঙ্গে কাঁটাও থাকে।


ফুল নিয়ে আমার এসব নানা ফিরিস্তির কারণ রাজনীতি। গত ২১ জুন বুধবার গণভবনে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী। কাতার ও সুইজারল্যান্ড সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মলন মানেই প্রাণবন্ত খোলামেলা কথাবার্তা। সব বিষয়ে আওয়ামী লীগ সভাপতি কথা বলেন অকপটে। এ সংবাদ সম্মেলনও তার ব্যতিক্রম ছিল না। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলো ফেলেছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রসঙ্গ। দলের একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘গণতান্ত্রিক পরিবেশে যখন নির্বাচন হবে, তখন অনেকেই প্রার্থী হতে পারে। শত ফুল ফুটুক, যে ফুল সবচেয়ে সুন্দর সেটি আমি বেছে নেব।’ আওয়ামী লীগে এখন বসন্তকাল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও