কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা ও বাংলাদেশ

মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হয়ে গেল আফ্রিকান সেন্ট্রাল ব্যাংকের সম্মেলন। হাজির ছিলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি বেশ জোরের সঙ্গেই জানালেন, কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা (সিবিডিসি, central bank digital currency) এখন আর বিক্ষিপ্ত কোনো ধারণা নয়, বরং পরিণত হয়েছে বাস্তবতায়। শিগগিরই সিবিডিসি-ভিত্তিক বৈশ্বিক প্লাটফর্ম দাঁড় করানো হবে। জর্জিয়েভার ঘোষণার দুইদিন না পেরোতেই সিঙ্গাপুর জানিয়েছে ডিজিটাল মুদ্রা নিয়ে দক্ষিণ কোরিয়া ও ইতালির সঙ্গে সম্পর্কের অগ্রগতির কথা। পরিস্থিতি আরো স্পষ্ট হয় আটলান্টিক কাউন্সিলের জরিপে। মার্কিন ব্লকচেইন বিশ্লেষণ প্রতিষ্ঠান চেইনালাইসিস (Chainalysis) ২০২২ সালে তাদের বৈশ্বিক ক্রিপ্টো প্রচলন সূচকের তালিকায় বাংলাদেশকে ডিজিটাল মুদ্রা প্রচলনে সম্ভাবনাময় প্রথম ৩০টি দেশের কাতারে রেখেছে। সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি ট্র্যাকার অনুসারে, বিশ্বের ১১টি দেশই এরই মধ্যে ডিজিটাল মুদ্রা পুরোপুরিভাবে গ্রহণ করেছে। অন্তত ১৮টি দেশ পরীক্ষামূলক পর্যায়ে রেখেছে ডিজিটাল মুদ্রার ব্যবহারকে। চীন, ভারত, রাশিয়া, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়া রয়েছে এ কাতারে। চলতি বছরেই ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকও গ্রহণ করতে যাচ্ছে পাইলট প্রজেক্ট আকারে। তার মানে বৈশ্বিক মুদ্রা ব্যবস্থা বড় ধরনের বাঁক নিতে যাচ্ছে আগামীতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন