কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পৃথিবীর সবচেয়ে বড় গুহার ভেতরে জায়গা হয়ে যাবে চল্লিশতলা দালানেরও

www.ajkerpatrika.com ভিয়েতনাম প্রকাশিত: ২৫ জুন ২০২৩, ১৩:০৫

পৃথিবীর সবচেয়ে বড় গুহার দেখা পেতে হলে আপনাকে যেতে হবে ভিয়েতনামের গহিন অরণ্যে। সং ডুং নামের গুহাটি ১০ কিলোমিটারের বেশি দীর্ঘ। কোথাও কোথাও এর ছাদ ৬৫০ ফুটের বেশি উঁচু। বুঝতেই পারছেন, একটা চল্লিশতলা দালানও অনায়াসে পুরে দেওয়া যাবে এর ভেতরে।


ধারণা করা হয়, সং ডুং বা হাং সং ডুং গুহার বয়স ২০ থেকে ৫০ লাখ বছর। এটি পড়েছে ভিয়েতনামের কুয়াং বিন প্রদেশে। জায়গাটিতে এত এত গুহা আছে যে এটি ভিয়েতনামের গুহার রাজধানী হিসেবে পরিচিত। আরও নির্দিষ্ট করে বললে সং ডং গুহার অবস্থান ফোং নহা কে বেং ন্যাশনাল পার্কে। এখানকার গভীর জঙ্গলের ভেতর দিয়ে চলে যাওয়া বিশাল এক নদীর প্রবাহের সময় এই গুহার জন্ম।


একটা সময় পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় গুহা হিসেবে বিবেচনা করা হতো মালয়েশিয়ার ডিয়ার পার্কের। সেটার তুলনায় প্রায় পাঁচ গুণ বড় সং ডুং গুহা। বুঝতেই পারছেন কত্ত বড় গুহাটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে