কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মাইকেল জ্যাকসনের মৃত্যুর খবরে ভেঙে পড়ে গুগল, টুইটারের সাইট

মাইকেল জ্যাকসনের মৃত্যুর খবরে ভেঙে পড়ে গুগল, টুইটারের সাইট
বিশ্বব্যাপী জনপ্রিয় পপসংগীত তারকা মাইকেল জ্যাকসন মারা গেছেন—এই সংবাদ প্রকাশের পরপর বিশ্বের বড় কয়েকটি ওয়েবসাইট বন্ধ হয়ে যায় (ক্র্যাশ করে)। ২৫ জুন বেলা সোয়া ৩টায় ৫০ বছর বয়সী মাইকেল জ্যাকসনের মৃত্যুসংবাদ প্রকাশিত হওয়ার পর বিপুল পরিমাণ মানুষ একসঙ্গে ওয়েবসাইটে ঢুঁ মারতে গেলে গুগল, টুইটার ও এওএলের (আমেরিকা অনলাইন) সাইট বন্ধ হয়ে যায়।

যদিও গুগল দাবি করেছিল, ডিডস আক্রমণের কারণে ৩০ মিনিটের জন্য তাদের সাইট বন্ধ হয়ে গিয়েছিল। আসলে সারা পৃথিবী থেকে বিপুল পরিমাণ ভক্ত মাইকেল জ্যাকসনের মৃত্যুসংবাদ একসঙ্গে খোঁজার কারণে সার্ভারের ধারণক্ষমতার ওপর চাপ পড়ায় সাইটগুলো সাময়িকভাবে বন্ধ হয়েছিল। তখন সিএনএন একটি শিরোনাম করেছিল এমন—‘জ্যাকসন মারা গেছেন, সঙ্গে করে নিয়ে গেলেন প্রায় পুরো ইন্টারনেট’।
গুগল, টুইটার ও এওল বসে পড়লে ব্যবহারকারীরা টিএমজেড (প্রথম খবরটি প্রকাশ করেছিল), পেরেজ হিলটন’স ব্লগে ঝাঁপিয়ে পড়ে। ফলে এই সাইটগুলোও সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল।
সূত্র: রয়টার্স, ইকোনমিক টাইমস ও কম্পিউটার হোপ

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন