কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ঈদ রেসিপি: গরুর মাংসের কালাভুনা

সামনেই কোরবানির ঈদ। এই ঈদে নানা পদের মাংস রান্না হয়। তবে এর মাঝেও স্বাদে বৈচিত্র্ আনা সম্ভব। সেক্ষেত্রে গরুর মাংসের কালাভুনার জুড়ি নেই। এটি মূলত চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার। তবে এখন এই খাবারটি সরাদেশে সমাদৃত।

উপকরণ

  • ১ কেজি গরু ( হাড়সহ , মাঝারি টুকরো )
  • ৪ টি পেঁয়াজ মিহি কুচি
  • ৫ টি কাঁচা মরিচ কুচি
  • দেড় টেবিল চামচ আদা বাটা
  • ২ টেবিল চামচ রসুন বাটা
  • দেড় টেবিল চামচ জিরার গুঁড়া
  • দেড় টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া
  • ১ টেবিল চামচ গরুর মাংসের মসলা
  • ৩ টি তেজ পাতা
  • ২ টা দারুচিনির টুকরো
  • ৬ টি এলাচ
  • ৬ টি লবঙ্গ
  • ১/৪ টেবিল চামচ জয়ত্রি গুঁড়া
  • ১ টি তারা মৌরি
  • লবণ ( স্বাদ অনুসারে )
  • ২ টি শুকনো মরিচ
  • ২০০ গ্রাম দই  (অপসোনাল)
  • ৫ টি পেঁয়াজ
  • ৪ টি শুকনো মরিচ
  • পরিমাণমতো সরিষার তেল
  • ১ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া
  • ১/২  টেবিল চামচ বা (স্বাদ অনুসারে)

প্রস্তুত প্রণালি:

প্রথমে মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর মাংসের ভেতর পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা-রসুন বাটা, জিরার গুঁড়া, লবণ, ৩ টেবিল চামচ সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিন।

এখন এর মধ্যে তেজপাতা, এলাচ, দারুচিনি, মৌরি,  লবঙ্গ, লাল শুকনো মরিচ, জয়ত্রি দিয়ে মাখিয়ে ঢেকে ৩-৪ ঘন্টা ফ্রিজে রেখে দিন। এরপর ভাজা জিরার গুঁড়া মিশিয়ে আবারো ২ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন।

একটি প্যানে তেল গরম দিয়ে তার মধ্যে পেয়াজ কুঁচি ও শুকনা মরিচ ভেজে নিন । ভাজার পর ভালোভাবে তেল ঝরিয়ে একপাশে রেখে দিন।

এবার চুলার আঁচ কমিয়ে একই তেলের মধ্যে মাংস ছেড়ে দিয়ে ৪৫ মিনিটের জন্য নড়াচড়া করে রান্না করুন। ভালো করে মাংস ভাজার পর এর ভেতর দই ঢেলে আবারো ১৫ মিনিটের জন্য ভাজুন।

মাংস কালচে হওয়া শুরু করলে তার মধ্যে ভাজা পেঁয়াজ দিয়ে ৩০ মিনিটের জন্য ভাজতে থাকুন যতক্ষণ না মাংস নরম হয়ে আসছে। এরপর লবণ ও লাল মরিচের গুঁড়া ( পছন্দ অনুযায়ী ঝাল  ) দিয়ে নাড়তে থাকুন।

 এর পর একদম কালচে এবং ঝোল ঘন হয়ে এলে নামিয়ে নিন। পোলাও, পরোটা বা নানের সাথে পরিবেশন করুন মজাদার গরুর মাংসের কালাভুনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন