বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগনির্ণয় শাখা পরিচালিত গবেষণায় বাংলাদেশে গুরুতর স্বাস্থ্যঝুঁকির বিষয়টি উঠে এসেছে। এতে বলা হয়, প্রাপ্তবয়স্ক মানুষের মাত্র ১ শতাংশের কোনো স্বাস্থ্যঝুঁকি নেই। বাকি প্রায় ৯৯ শতাংশ মানুষ কোনো না কোনো স্বাস্থ্যঝুঁকিতে আছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা পাঁচটি বিষয়কে স্বাস্থ্যঝুঁকির তালিকায় রেখেছে—উচ্চ রক্তচাপ, স্থূলতা, ধূমপান, পর্যাপ্ত ফল ও শাকসবজি না খাওয়া এবং শারীরিকভাবে সক্রিয় না থাকা। বয়স যাঁদের বেশি, তাঁদের ঝুঁকি বেশি। ৯৯ শতাংশ মানুষ স্বাস্থ্যঝুঁকিতে আছেন, এ কথা বলার অর্থ এই নয় যে তাঁরা কোনো না কোনো রোগে আক্রান্ত। তবে আক্রান্ত হওয়ার ভয় আছে।