কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ছয় বছরের কূটনৈতিক বিরোধ মেটাল আরব আমিরাত ও কাতার

সংযুক্ত আরব আমিরাত ও কাতার নিজেদের মধ্যে পুনরায় দূতাবাস চালুর ঘোষণা দিয়েছে। দোহার আঞ্চলিক অবরোধের ছয় বছর পর সোমবার (১৯ জুন) দেশদুটি এ ঘোষণা দেয়। আলজাজিরার খবর বলছে, এর মধ্য দিয়ে ছয় বছরের কূটনৈতিক বিরোধের অবসান ঘটল দেশ দুটির।

প্রায় চার বছরের কূটনৈতিক ও পরিবহন অবরোধের পর সম্পদ সমৃদ্ধ এই দুই দেশ ২০২১ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিক সম্পর্ক পুনরায় শুরু করে।

এদিকে ইউএইর সরকারি বার্তা সংস্থা ওয়ামের বিবৃতির বরাতে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত ও কাতার দুই দেশের মধ্যে কূটনৈতিক প্রতিনিধিত্ব পুনরায় চালুর ঘোষণা দিয়েছে। উভয়পক্ষ দোহায় আমিরাত দূতাবাস ও আবুধাবিতে কাতারের দূতাবাসে পুনরায় কাজ শুরু করছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই বিবৃতি প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্র এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার একে আঞ্চলিক স্থিতিশীলতা বাড়াতে অংশীদারদের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন