কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সবাই যা চায় তা কেউ চায় না

আমরা সবাই শান্তি চাই। তাহলে অশান্তি আসে কোথা থেকে। প্রতিপক্ষকে দোষারোপ করা অতি সহজ, কিন্তু নিজেদের ত্রুটি চিহ্নিত করা অনেক কঠিন কাজ। যারা সেটা পারে তারা নিজেদের শক্তিশালী করে। প্রতিপক্ষের বিরুদ্ধেও বিজয় অর্জনে সক্ষম হয়। বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ষাটের দশকের মাঝামাঝিতে আওয়ামী লীগকে সুসংগঠিত, সুশৃঙ্খল ও শক্তিশালী করতে পেরেছিলেন বলেই বিশাল জনপ্রিয়তা অর্জন করা সম্ভব হয়েছিল এবং সেটা হয়েছিল বলেই প্রথমে রাজনৈতিক বিজয় এবং সে পথ ধরেই পাকিস্তানের বিরুদ্ধে বাঙালি জাতি সামরিক বিজয় অর্জনে সক্ষম হয়।  যদি দলকে সুসংগঠিত এবং জনপ্রিয়তার শীর্ষে নিতে না পারতেন তাহলে শুধু পাকিস্তানকে দোষারোপের মাধ্যমে স্বাধীনতা অর্জন সম্ভব হতো না। সম্প্রতি গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের জনপ্রিয় নেতা আজমত উল্লা নৌকা মার্কা নিয়ে হেরে যাওয়ার মাধ্যমে আরেকবার প্রমাণ হয়েছে, আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ, অন্য কারও প্রয়োজন নেই। আওয়ামী লীগ প্রার্থী ১৬ হাজার ১৯৩ ভোটের ব্যবধানে হেরে গেছেন। কেন্দ্রভিত্তিক ভোট প্রদান ও তার ফলের যে চিত্র পাওয়া গেছে, তাতে বোঝা যায় নৌকার নিশ্চিত বড় একাংশ ভোটার কেন্দ্রে আসেনি, বাড়িতে বসেছিল। প্রদত্ত ভোটের শতকরা ৪১.৫৫ ভাগ ভোট পেয়েছেন আজমত উল্লা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন