কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সংলাপ প্রস্তাব স্বাগত

সমকাল সম্পাদকীয় প্রকাশিত: ০৮ জুন ২০২৩, ০১:৩২

বিদ্যমান রাজনৈতিক সংকট সমাধানে প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সহিত আলোচনা হইতে পারে বলিয়া আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু যেই অভিমত প্রকাশ করিয়াছেন, আমরা উহাকে স্বাগত জানাই। তিনি শুধু ক্ষমতাসীন দলের উপদেষ্টা পরিষদ সদস্য নহেন; ১৪ দলীয় জোটেরও মুখপাত্র। বস্তুত রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মঙ্গলবার জোট আয়োজিত জনসভাতেই তিনি প্রস্তাবটি দিয়াছেন বলিয়া সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যমসূত্রে জানা গিয়াছে। আমরা প্রত্যাশা করি, ক্ষমতাসীন ও বিরোধী দল উভয়ই প্রবীণ এই নেতার বক্তব্যের তাৎপর্য অনুধাবনে সক্ষম হইবে।


আমরা জানি, দ্বাদশ সংসদ নির্বাচনের মাত্র আট মাস অবশিষ্ট। অথচ নির্বাচনকালীন সরকার লইয়া ক্ষমতাসীন এবং প্রধান বিরোধী দল স্বীয় অবস্থানে অনড়। বিষয়টি লইয়া উভয় পক্ষ কয়েক মাস ধরিয়া বাগ্‌যুদ্ধেও লিপ্ত। এমনকি দুই পক্ষ বেশ কয়েকবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রাণঘাতী সংঘর্ষেও সংশ্লিষ্ট হইয়াছে। এহেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেশের কল্যাণকামী নাগরিকগণ মানিয়া লইতে পারেন না। উদ্বেগজনক পরিস্থিতির অবসানকল্পে এই সম্পাদকীয় স্তম্ভে অদ্যাবধি বহুবার আমরা উভয় দলের প্রতি উন্মুক্ত হৃদয়ে আলোচনায় বসিবার আহ্বান জানাইয়াছি। কিন্তু গত স্বাধীনতার পর হইতে অধিকাংশ সময় পালাক্রমে দেশ শাসনকারী দল দুইটি উহার প্রতি দৃশ্যত কর্ণপাত করে নাই। বরং উভয় দলেরই শীর্ষ পর্যায় হইতে পরস্পর সংলাপ অনুষ্ঠানের সম্ভাবনাকে ফুৎকারে এতদিন উড়াইয়া দেওয়া হইয়াছে। চলমান অবস্থায় রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি শাসক দলের গুরুত্বপূর্ণ নেতার আহ্বান যেই কোনো বিচারেই আশাব্যঞ্জক বিবেচিত হইতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও