কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


শিক্ষক সমিতির সভাপতির প্রশাসনিক পদ গ্রহণ: মূল্যবোধের অবক্ষয়

বাংলাদেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে মূল্যবোধের অবক্ষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়ে আসছে বেশ কিছুদিন ধরেই। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি একই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টি এই আলোচনার নতুন সংযোজন, যা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ক্ষমতার এই অভূতপূর্ব একীকরণ, যেখানে দরকষাকষিকারী কর্তৃপক্ষ এবং প্রশাসন একে অপরের সাথে জড়িত, শিক্ষকদের অধিকার এবং কল্যাণের বিষয়টি ঝুঁকির মধ্যে ফেলেছে। এই ধরনের ঘটনা উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে আপসহীন প্রতিনিধিত্ব, সম্ভাব্য স্বার্থের দ্বন্দ্ব এবং একাডেমিক স্বাধীনতার মারাত্মক ক্ষয়ের ভয়ঙ্কর সম্ভাবনার মুখোমুখি করেছে।

উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের অধিকার ও স্বার্থের প্রতিনিধিত্ব করতে এবং একটি অনুকূল একাডেমিক পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষক সমিতির ভূমিকা গুরুত্বপূর্ণ। এই অ্যাসোসিয়েশনের মূল কাজ হচ্ছে সম্মিলিত দরকষাকষির জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা, শিক্ষক এবং প্রশাসনের মধ্যে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা, শিক্ষকদের কল্যাণ রক্ষা করে এবং মানসম্পন্ন শিক্ষার জন্য অনুকূল পরিবেশ তৈরিতে ভূমিকা রাখা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন