কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ভারতে বিজেপিবিরোধীদের সম্মেলন পেছাল

ভারতজুড়ে ক্ষমতাসীন বিজেপিবিরোধী ঐক্য গড়ে তুলতে বিরোধী দলগুলোর প্রস্তাবিত সম্মেলন পিছিয়ে গেল। ১২ জুন বিহার রাজ্যের রাজধানী পাটনায় ওই সম্মেলন হওয়ার কথা ছিল।

গতকাল রোববার বিহারের শাসক জোট জেডিইউর পক্ষ থেকে সম্মেলন কিছুদিন পিছিয়ে দেওয়ার স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়। জেডিইউপ্রধান ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ওই সম্মেলনের প্রধান উদ্যোক্তা।

আনুষ্ঠানিকভাবে সম্মেলন পেছানোর কথা জানানো না হলেও এটা স্পষ্ট যে ১২ জুন তা অনুষ্ঠিত হচ্ছে না। সম্মেলনের নতুন সম্ভাব্য দিন ২৩ জুন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সম্মেলন পেছানো হচ্ছে প্রধানত কংগ্রেস, ডিএমকে ও সিপিএমের অনুরোধে। কংগ্রেস জানিয়েছে, ১২ জুন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীর পক্ষে পাটনায় থাকা সম্ভব হবে না। রাহুল এখন বিদেশে রয়েছেন। খাড়গেরও ওই দিন অসুবিধা রয়েছে।

কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ জেডিইউ নেতৃত্বকে জানিয়েছিলেন, খাড়গে ও রাহুল দুজনেই সম্মেলনে থাকতে চান। সে জন্য অন্য তারিখ ঠিক হলে তাঁরা উপস্থিত থাকতে পারবেন। তবে একান্তই তা সম্ভব না হলে কংগ্রেসের অন্য নেতা অবশ্যই সম্মেলনে হাজির থাকবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন