কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশে মোবাইল ফোন পাচার, ভারতে গ্রেফতার ৩

বড় সাফল্য পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা পুলিশের। আন্তর্জাতিক মোবাইল ফোন পাচার চক্রের সন্ধান পেয়েছে তারা। পাচার হতে চলা ৩০টি মোবাইল ফোনসহ বেশ কিছু ভারতীয় রুপি, বাংলাদেশি টাকা, বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিনজনকে।

জানা যায়, গোপালনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, বেশ কিছু মোবাইল ফোন বাংলাদেশে পাচার হবে। সেই সূত্র ধরে গত শুক্রবার (২৬ মে) বনগাঁ এলাকা থেকে মোহাম্মদ শেহবাজ আহমেদ নামে বাগুইহাটির এক বাসিন্দাকে গ্রেফতার করা হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে শাহীন আলী নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে। ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করে খোঁজ মেলে শুভদীপ সাহা নামে বনগাঁর আরও এক যুবকের। তাকেও গ্রেফতার করা হয়।

এই তিনজনের কাছ থেকে মোট ৩০টি মোবাইল ফোনসহ ভারতীয় রুপি, ভারতীয় পাসপোর্ট, বাংলাদেশি টাকা ও বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। শেহবাজ আহমেদ আগে বেশ কয়েকবার বাংলাদেশে মোবাইল ফোন পাচার করেছেন বলে জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন