কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রত্যাবাসনের নয়া উদ্যোগে হোঁচট, চূড়ান্ত নয় কিছুই

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৮ মে ২০২৩, ২১:০৮

চল‌তি মা‌সে পাইলট প্রক‌ল্পের মাধ‌্যমে কিছু রো‌হিঙ্গা‌কে দি‌য়ে প্রত‌্যাবাসন শুরু করার কথা ছিল। সেজন‌্য মিয়ানমারের এক‌টি প্রতিনিধি দলের বাংলাদেশ সফ‌রের কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় মোখাসহ বিভিন্ন কারণে প্রত‌্যাবাসন শুরু করা, এমনকি মিয়ানমারের প্রতি‌নি‌ধি দ‌লের সফরও এখন নিশ্চিত নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বার্তা পাওয়া গেছে।


বৃহস্প‌তিবা‌র বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক বি‌ফ্রিং‌ অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রণালয়ের মুখপাত্র সে‌হেলী সাব‌রীন রো‌হিঙ্গা‌দের প্রত‌্যাবাসন এবং মিয়ানমারের প্রতি‌নি‌ধি দ‌লের সফর নি‌য়ে কথা বলেন।


তিনি জানান, সাইক্লোন মোখায় মিয়ানমারের রাখাইনে অনেক ক্ষতি হয়েছে। তাই মিয়ানমারের প্রতিনিধি দল ঠিক কবে আসবে বা প্রত্যাবাসন কবে শুরু হবে তার তারিখ এখনো ঠিক হয়নি।  


মুখপাত্র ব‌লেন, গত ৫ মে বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল এবং প্রত্যাবাসনের প্রথম ব্যাচের অন্তর্ভুক্ত ২০ জন রোহিঙ্গা মিয়ানমারে রাখাইন রাজ্যের মংডু সফর করেন। ফিরে এসে রোহিঙ্গারা যে সকল অস্পষ্ট বিষয় উল্লেখ করেছেন তা ইতিমধ্যে মিয়ানমারকে জানানো হয়েছে।৯৮৮৮৮

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও