কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


‘অনেক বাধা এসেছে কখনও থামিনি’

স্বপ্নের মতো বছর কাটানো আর্জেন্টাইনরা সময়টা চিরদিন মনে রাখবে। দীর্ঘ অপেক্ষা শেষে তৃতীয় বিশ্বকাপ ট্রফি যে তাদের ঘরে বাঁধভাঙা আনন্দ এনে দিয়েছে। সেই ডিসেম্বরে শুরু হওয়া উচ্ছ্বাস যেন এখনও থামেনি। সর্বশেষ প্যারিসে যখন ফুটবলের অস্কারখ্যাত লরিয়াস টিম অব দ্য ইয়ারের পুরস্কার যায় তাদের হাতে, তখনও চোখেমুখে সেই সোনালি আশা।

সেরা ক্রীড়াবিদ হওয়া লিওনেল মেসিও ফিরে গেলেন কাতারের আঙিনায়। স্মৃতি রোমন্থন করলেন নিজেদের সেরা প্রাপ্তি নিয়ে, ‘এমন আকর্ষণীয় অনুষ্ঠান আমার জন্য প্রথম। এটা সত্যিই সম্মানের, এত এত অ্যাথলেটের সঙ্গে এ পুরস্কারের জন্য মনোনীত হওয়া; আসলে যে কেউ এটা জিততে পারত।’ এরপরই মেসি বিশ্বকাপ জয়ের বছর নিয়ে কথা বলেন, ‘এটা (বিশ্বকাপ জেতা) সবসময়ই আমার জন্য সুন্দর স্মৃতি হয়ে থাকবে। আসলে আমি খুবই ভাগ্যবান যে, এই বছর স্বপ্নটা পূরণ হলো, আমরা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন