কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মোস্তাফিজকে ‘কোচ’ মেনে ‘টিপস’ চাইলেন ভারতের পেসার

মোস্তাফিজুর রহমান এখন ইংল্যান্ড সফরে যাওয়া বাংলাদেশ দলের সঙ্গে আছেন। দুই দিন আগেই আইপিএল ছেড়ে উড়াল দেন ইংল্যান্ডের পথে এবং সে কথা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া পোস্টে জানিয়েও দেন বাংলাদেশের এই পেসার। সে পোস্টেই ভক্তরা আবিষ্কার করেছেন মোস্তাফিজের নতুন পরিচয়—ভারতের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা এবং আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের পেসার চেতন সাকারিয়ার ‘কোচ’ মোস্তাফিজ!

ভ্রু কুঁচকে তোলার আগে পুরোটা পড়ুন। ইনস্টাগ্রামে দুই দিন আগে বিমানে তোলা একটি ছবি পোস্ট করেন মোস্তাফিজ। দিল্লি ক্যাপিটালসের এই পেসার ক্যাপশনে লেখেন, ‘এখন জাতীয় দলে দায়িত্ব পালনের সময়। বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে যাচ্ছি। বাংলাদেশ দলকে আপনাদের প্রার্থনায় রাখবেন।’

ইংল্যান্ডের চেমসফোর্ডে ৯ মে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সিরিজ খেলতে যাওয়ার পথে দেওয়া মোস্তাফিজের পোস্টের নিচে মন্তব্য করেন তাঁর দিল্লি–সতীর্থ চেতন সাকারিয়া। মোস্তাফিজের মতো চেতনও বাঁহাতি পেসার। স্বাভাবিকভাবে একই নেটে অনুশীলনের সময় দুজনের মধ্যে বোলিংয়ের কলাকৌশল নিয়ে আলাপ হওয়ার কথা। সম্ভবত সে কারণেই মোস্তাফিজের পোস্টে চেতনের মন্তব্য, ‘শুভকামনা, কোচ। কিছু টিপস (পরামর্শ) পাঠাবেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন