কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


শেষ হতে চলেছে উইন্ডোজ ১০ এর দিন!

বিশ্ববিখ্যাত প্রযুক্তি সংস্থা মাইক্রোসফ্ট জানিয়েছে ২০২৫ সালের অক্টোবরেই আয়ু শেষ হচ্ছে উইন্ডোজ ১০ এর। ১৪ অক্টোবর ২০২৫ সালই উইন্ডোজ ১০ এর শেষ। বর্তমানে যে ২২এইচ২ ভার্সন রয়েছে, সেটিই থাকবে চূড়ান্ত হিসাবে। 

বাকি সব এডিশন থাকবে সমর্থনের যোগ্য হিসাবে। বর্তমানে যে ‘লং টার্ম সার্ভিসিং চ্যানেল রিলিজ’ হয়, তা হতে থাকবে। ওই নির্দিষ্ট তারিখের পরও চলবে আপডেট গ্রহণ। যাতে সিস্টেম তার নিজস্ব জীবনচক্রকে চালিয়ে যেতে পারে। 

এরপর কী?

উইন্ডোজ ১০ যদি থেমে যায়, তাহলে পরবর্তী পর্যায়ে কী হতে পারে, তা নিয়ে রয়েছে প্রশ্ন। বলা হচ্ছে ইউজাররা এই পরিস্থিতিতে উইন্ডোজ ১১ এ দিকে যেতে পারেন। এদিকে, উইন্ডোজ ১০ এর পর বাকি অনেক আপডেট হবে বলে জানানো হচ্ছে। তবে যারা উইন্ডোজ ১০ চালিয়ে যেতে চান, তারা তাদের অপারেটিং সিস্টেম আপডেট করুন। ২২এইচ২ এই ভার্সানটি পর্যন্ত আপডেট করতে পারেন। ২০২৫ সালের ১৪ অক্টোবর পর্যন্ত উইন্ডোজ ১০ ব্যবহার করা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন