কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় পুলিশের তদন্ত ফুরায় না

২০২১ সালের ২৫ আগস্ট টাঙ্গাইল সদর থানায় আতিকুর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ব্যবসায়ী মহিউদ্দিন। বাদীর অভিযোগ, আতিকুর রহমান প্রতারণা করে তাঁর কাছ থেকে মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে টাকা নিয়েছেন। মামলার কিছুদিন পরই আতিকুরকে গ্রেপ্তার করে পুলিশ। দেড় বছর হতে চললেও টাঙ্গাইল সদর থানা-পুলিশ সেই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়নি। এতে বিচার শুরু হওয়ার আগেই আতিকুরকে দেড় বছর ধরে হাজতবাস করতে হচ্ছে।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার ক্ষেত্রে সময়সীমা মানছে না পুলিশ। এই আইন অনুযায়ী তদন্ত কর্মকর্তাদের ৬০ দিনের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করতে ব্যর্থ হলে তদন্ত কর্মকর্তা তাঁর নিয়ন্ত্রণকারী অফিসারের অনুমোদন সাপেক্ষে তদন্তের সময়সীমা অতিরিক্ত ১৫ দিন বাড়াতে পারেন। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে তদন্ত কর্মকর্তারা বর্ধিত সময়েও প্রতিবেদন জমা দিতে পারছেন না। এতে একদিকে যেমন আইনের ব্যত্যয় ঘটছে, অন্যদিকে অভিযোগ প্রমাণ হওয়ার আগেই আসামিদের মাসের পর মাস কারাভোগ করতে হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন