কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


৩৫৮১৩ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে বরাদ্দ ১৪৩ কোটি টাকা

দেশের ৫১৩ উপজেলার ৩৫ হাজার ৮১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য ১৪৩ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বরাদ্দ অর্থে এসব বিদ্যালয়ের ভবনগুলোর রুটিন মেইনটেনেন্স (নিয়মিত সংস্কারকাজ) করা হবে। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় প্রতিটি বিদ্যালয় ৪০ হাজার টাকা করে বরাদ্দ পাচ্ছে।

সম্প্রতি সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তাদের অনুকূলে এ টাকা বরাদ্দ ও ব্যয়ের মঞ্জুরি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

গত ১৭ এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত একটি চিঠি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কাছে পাঠিয়েছে। চিঠির অনুলিপি জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদেরও পাঠানো হয়েছে।

অধিদপ্তরের অর্থ শাখার উপ-পরিচালক এইচ এম আবুল বাশারের সই করা আদেশে এ টাকা ব্যয়ের কিছু শর্ত দেওয়া হয়েছে।

বরাদ্দ অর্থ ব্যয়ে নির্দেশনা

>> কোনো অবস্থাতেই বরাদ্দ টাকার অতিরিক্ত টাকা তোলা বা ব্যয় করা যাবে না।

>> বর্ণিত খাত ও অর্থনৈতিক কোড ছাড়া অন্য কোনো উপখাত বা কোডে টাকা ব্যয় করা যাবে না।

>> সরকারি বিধিবিধান মেনে টাকা খরচ করতে হবে।

>> টাকা ব্যয়ের সব ভাউচার অফিসে সংরক্ষণ করতে হবে, যেন চাওয়া মাত্রই পাওয়া যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন