কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ভাইরাল ইমাম ওয়ালিদ মেহসাসকে যে কারণে অভিবাদন জানাতে হয়

ওয়ালিদ মেহসাসের নামাজের ভিডিও বিশ্বজুড়ে বহুজনকে নাড়া দিয়েছে। বিপুল প্রশংসা ও শ্রদ্ধা কুড়িয়েছেন তিনি। আলজেরিয়ার সরকারও তাঁকে বিরল এক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দিয়েছে। এসবই ঘটল তারাবিহর নামাজ পড়া অবস্থায় একটা বিড়ালের প্রতি তাঁর মহব্বতের কারণে।

যাঁরা সেই ভিডিও দেখেছেন, তাঁরা জানেন, নামাজের সময় গায়ে উঠে পড়ার পরও বিড়ালটিকে না তাড়িয়ে তাকে যত্নের সঙ্গে ধরে রেখে শান্তভাবে নামাজ চালিয়ে গেছেন ইমাম ওয়ালিদ মেহসাস।

ইতিমধ্যে বিশ্বব্যাপী মুসলমান ও অমুসলমান—উভয় তরফ থেকে এ নিয়ে বহু প্রশংসাবাক্য লেখা হয়েছে এবং প্রতিনিয়ত হচ্ছে। এসব আলোচনায় প্রাণীর প্রতি একজন মুসলমানের সহৃদয়তার কথাই কেবল বলা হচ্ছে না—ইসলাম নিয়ে অনেকের ভুল ধারণা ও জিজ্ঞাসারও ইতিবাচক ফয়সালা হচ্ছে। এ রকম আলোচনায় অংশ নিয়ে কেউ কেউ জানতে চেয়েছেন—আলজেরিয়ার এই ইমামের ভিডিওটি কি প্রাণীদের সম্পর্কে মুসলিম বিশ্বের ধর্মীয় অবস্থান প্রকাশ করছে? নাকি এটা একজন ব্যক্তির দয়ার ব্যক্তিগত নজিরমাত্র?  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন