কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সুদানে দুই বাহিনীর লড়াই, জনজীবনে সংকট

সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর লড়াই টানা চার দিন ধরে চলছে। চলমান এই সংঘাতের কারণে জনজীবনে সংকট নেমে এসেছে।

রাজধানী খার্তুমের এক বাসিন্দা জানিয়েছেন, সেখানে পান করার জন্য কোনো পানি নেই। নিজের দুই বছর বয়সী সন্তানের জন্য এক বোতল পানি জমিয়ে রেখেছিলেন খার্তুমের নারী দুয়া তারিক। গতকাল সকালের দিকে সে পানিও ফুরিয়ে গেছে।  

সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে এখন পর্যন্ত সমঝোতার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এর মধ্যে শোনা যাচ্ছে, রাজধানীর কয়েকটি এলাকায় লুটপাট চালাচ্ছে আরএসএফ।

বিমানবন্দরের চারপাশে আবাসিক এলাকার বাসিন্দা, কর্মকর্তা-কর্মচারী ও একটি ক্যান্সার হাসপাতালের রোগীরা সংঘাতের কারণে আটকা পড়েছেন।

খার্তুমের আল-জারা হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন এক নারী। তিনি জানান, পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। খাবার কিংবা ওষুধের কোনো ব্যবস্থা নেই। এই হাসপাতাল লোকজনে পরিপূর্ণ। আরএসএফের হামলার কারণে একটি হাসপাতাল থেকে এ হাসপাতালে ভিড় করেছে রোগীরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জানিয়েছে, সরবরাহ সংকটের কারণে সারা দেশের সাতটিরও বেশি অঙ্গরাজ্যে সমস্যা তৈরি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন