কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, আরসা সদস্য নিহত ২

সমকাল উখিয়া প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৩, ১৯:৩২

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে গোলাগুলিতে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এক সদস্য এবং এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন।


আজ শুক্রবার দুপুরে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পের মসজিদের পাশে পাহাড়ের পাদদেশে এই গোলাগুলির ঘটনা ঘটে।


এপিবিএন জানিয়েছে, গোলাগুলির এক পর্যায়ে আরসা সদস্যদের গুলিতে নূর হাবা (৫০) নামে এক পথচারী রোহিঙ্গা নারী ও পুলিশের গুলিতে আরসা সদস্য মো. হাসিম (৩২) নিহত হন। আহত হন পুলিশের দুই সদস্য।


এ ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো.ফারুক আহমেদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও