কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভোলা সদর উপজেলায় দ্রুত পদক্ষেপ নিন

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩, ০৭:৩৫

বছরের সিকি ভাগ চলে যাচ্ছে, অথচ অনেক জায়গায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের বই পৌঁছেনি। বই ছাড়াই প্রতিদিন শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে, আর ফিরে আসছে বিরস বদনে। বছরের শুরুতেই দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের হাতে পৌঁছে গেছে বিনা মূল্যের বই।


লাখ লাখ শিশু নতুন বইয়ের প্রাপ্তিতে আনন্দে মেতেছে। কিন্তু এখনো অনেক শিশু সেই আনন্দ থেকে বঞ্চিত। তাদের মধ্যে আছে ভোলা সদর উপজেলার ২০৫টি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির প্রায় ২৬ হাজার শিক্ষার্থী। এত দিন হয়ে গেল, কিন্তু তা নিয়ে কারও কোনো মাথাব্যথাই নেই, বিষয়টি খুবই দুঃখজনক।


প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা বারবার আশ্বাস দিলেও বই আসেনি। বই না পাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। বছরের শুরু থেকে শিশুরা যদি বিদ্যালয়মুখী না হয়, তাহলে তাদের ধরে রাখা কষ্টকর হয়ে পড়ে, ঝরে পড়ার সংখ্যা বৃদ্ধি পেতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও