কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


চীন-ভারত দ্বন্দ্বে উগ্র জাতীয়তাবাদ অভিলাষ

উপনিবেশবাদ হোক, চাই কি সাম্রাজ্যবাদ, এটি একটি ভাইরাস। প্রকোপ কমে, বহু বছর পেরিয়ে পুনর্জাগরণ ঘটে তার। মাঝে শীতঘুম দেয় ঠিক সাপের মতো। প্রাণীদেহ তা গোপনে বহন করে। এভাবে জীবজন্তুর শরীর থেকে সংক্রমিত হয় মানবদেহে। পুনরায় মানবদেহ থেকে জন্তুর ভেতর।

কোনো স্বাধীন রাষ্ট্র উত্তরাধিকার সূত্রে কিংবা ঐতিহ্যগতভাবে পেয়ে থাকে পুরনো প্রভুর সাম্রাজ্যবাদ বা সম্প্রসারণবাদের বীজ। সেই বীজ পুষ্ট হতে থাকে নানা কেন্দ্রকে ভর করে। সবচেয়ে ভয়ংকর কেন্দ্রগুলো হচ্ছে উগ্র জাতীয়তাবাদ, ধর্ম, বর্ণবাদ আর সম্প্রসারণবাদের আকাক্সক্ষা। সেই আকাক্সক্ষার উচ্চমাত্রায় পা ফেলেছে আজকের চীন আর ভারত। এ ভারত মোহন চাঁদ করম চাঁদ গান্ধীর ভারত নয়। মাও সে তুংয়ের চীনও নয়। এ হচ্ছে নতুন ধরনের নতুন আকাক্সক্ষার দেশ। নতুন শাসকদের দেশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন