কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


৮০ লাখ ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট নম্বর চুরি

৮০ লাখ ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট নম্বর চুরির ঘটনায় তোলপাড় অস্ট্রেলিয়ায়। সোমবার (২৭ মার্চ) ডিজিটাল পেমেন্ট এবং ঋণদানদারী সংস্থা ল্যাটিটিউড জানিয়েছে, গত ১৬ মার্চ অস্ট্রেলিয়ার ও নিউ জিল্যান্ডের প্রায় ৮০ লাখ ড্রাইভারের লাইসেন্স নম্বর চুরির ঘটনা ঘটেছে।

শুধু ড্রাইভিং লাইসেন্সই নয়, ৫৩ হাজার পাসপোর্টের নম্বর এবং একশ’র কম গ্রাহকের মাসিক আর্থিক বিবরণী চুরি শনাক্ত করেছে অস্ট্রেলিয়ার ফিনটেক ফার্ম।

এ বিষয়ে মেলবোর্নভিত্তিক সংস্থাটি বলেছে, চুরি যাওয়া আইডি তথ্য প্রতিস্থাপনে আগ্রহী গ্রাহকরা। তাদেরকে তা ফেরতও দেওয়া হবে। ২০০৫ সালে আরও ৬১ লাখ তথ্য চুরির ঘটনা ঘটে।

সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমেদ ফাহুর এক বিবৃতিতে বলেন, ক্ষতিগ্রস্ত প্ল্যাটফর্মগুলো নিয়ে কাজ করছি আমরা। কার্যক্রমে পুনরায় ফিরে আসার সঙ্গে সঙ্গে অতিরিক্ত নিরাপত্তা পর্যবেক্ষণ করছি।

গত কয়েক মাসে সাইবার হামলার কথা জানিয়ে আসছিল দেশটির কয়েকটি সংস্থা। সাইবার নিরাপত্তাজনিত কারণে এমনটি ঘটেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন