কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দেশের বাজারে নতুন ডিজিটাল পাওয়ার ইনভার্টার হুয়াওয়ের

বণিক বার্তা প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩, ১০:২৮

বাংলাদেশের বাজারে চারটি সোলার পাওয়ার ইনভার্টার উন্মোচন করেছে হুয়াওয়ে। রাজধানীতে সম্প্রতি অনুষ্ঠিত সংশ্লিষ্ট অংশীদার ও ইপিসি সহযোগীদের জন্য আয়োজিত ‘হুয়াওয়ে পার্টনার ইকোলজিক্যাল কনফারেন্স ২০২৩’ শীর্ষক এক সম্মেলনে এ ঘোষণা দেয় প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এতে ডিজিটাল জ্বালানির কার্যকরতার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি এ সম্মেলনে অংশগ্রহণকারীরা নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।


হুয়াওয়ের তথ্যমতে, নতুন ইনভার্টারগুলো হুয়াওয়ে সাউথ এশিয়ার ডিজিটাল পাওয়ার বিভাগের ব্যবস্থাপনা পরিচালক লিয়াং উইশিং (জ্যাক) উন্মোচন করেন। এগুলোর মধ্যে বাণিজ্যিক ও শিল্প খাতের (সিঅ্যান্ডআই) জন্য সান২০০০-১০০-কেটিএল-এম২, সান২০০০-১১৫-কেটিএল-এম২, সান২০০০-৫০-কেটিএল-এম৩ এবং ইউলিটি খাতের জন্য সান২০০০-৩৩০কেটিএল-এইচ১ মডেলের ইনভার্টার উন্মোচন করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও