কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


লেক্সারের ডিডিআর৫ গেমিং র‍্যাম বাজারে

গেমিং কম্পিউটারের জন্য যারা ভালোমানের র‍্যাম খুঁজছেন তাদের জন্য গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড দেশের বাজারে নিয়ে এলো লেক্সার আরেস ৪৮০০ মেগাহার্টজ ডিডিআর৫ গেমিং র‍্যাম।

লেক্সারের মতে এই নতুন র‍্যাম প্রযুক্তিটি তার পূর্ববর্তী, ডিডিআর৪ র‍্যাম এর তুলনায় ৫০ গুণ বেশি পারফরম্যান্স দেবে। র‍্যামটির ক্যাপাসিটি ১৬ জিবি, ক্লক স্পিড ৪৮০০ মেগাহার্টজ।

মেমোরিটি একটি মসৃণ অ্যালুমিনিয়াম হিট স্প্রেডার দিয়ে ডিজাইন করা হয়েছে যা গেমিংয়ের সময় মেমোরিসহ আপনার মাদারবোর্ডকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। তাছাড়াও র‍্যামটিতে একটি নতুন অন-ডাই ইসিসি (ত্রুটি সংশোধন কোড) বৈশিষ্ট্য রয়েছে যা ডেটার নির্ভরযোগ্যতা নিশ্চিত করে। র‌্যামটি ইন্টেল এক্সএমপি ৩.০ সমর্থন করে।

র‍্যামটি কিনলেই পেয়ে যাবেন প্রোডাক্ট লাইফ টাইম লিমিটেড ওয়্যারেন্টি। র‍্যামটি পেয়ে যাবেন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডে অথবা যেকোনো অথরাইজড ডিলার হাউজে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন