কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


আলামতগুলো স্বস্তির নয়

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আর বেশি সময় নেই। নির্বাচন নিয়ে দল পাকানি এবং রাজনীতি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। আপাতত মানুষের হিসাব শুধু ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিরোধী দল বিএনপির কর্মসূচির দিকে থাকলেও নির্বাচনে আরও অনেক ধরনের ক্রীড়নক থাকে। আর সেই হিসাবগুলো জটিল এবং শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চিত থাকে। আর রাজনীতির খেলাটা মূলত তখনই শুরু হয়। তবে বাংলাদেশের ক্ষেত্রে শেষ মুহূর্তে এই হিসাব-নিকাশ অনেকটাই পাল্টে দেয় ইসলামি দলগুলো। এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন, এই দলগুলোর যে দলীয় শক্তি এবং সমর্থন খুব বেশি, তা নয়।

বাংলাদেশের গত কয়েক বছরে জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচনে এর প্রমাণ আমরা পেয়েছি। কিন্তু নির্বাচন এলেই বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দলের কাছে এই ইসলামি দলগুলোর কদর অনেকখানিই বেড়ে যায়। বড় দলগুলো ইসলামি দলগুলোকে কাছে টানা এবং পাশে রাখার সর্বোচ্চ চেষ্টা করে। তারাও জানে এদের জনসমর্থন কম। কিন্তু মূল লক্ষ্য নির্বাচনে ধর্মকে ব্যবহার। যার কারণে তাদের ওপর গ্রেপ্তার-মামলার মাধ্যমে চাপ প্রয়োগই নয়, আমরা দেখছি গত বছর থেকে বিভিন্ন ইসলামি দলের অনুষ্ঠানে ক্ষমতাসীন সরকারের বিভিন্ন নেতা এবং মন্ত্রীরা ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করেছেন। এবং তাদের মধ্য দিয়ে জনগণের কাছে দলীয় সাফল্য প্রচার করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন