কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


রাশিয়া-ইউক্রেন যুদ্ধে চীনের জড়িত হওয়ার সম্ভাবনা কতটুকু

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পার হয়ে গেছে। সামরিক বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন, এ যুদ্ধ সহজে বন্ধ হওয়ার নয়। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বরাবরই এ যুদ্ধ অব্যাহত থাকুক, এমনটাই চেয়ে এসেছে। এ কারণে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনকে যুদ্ধের সব ধরনের রসদও তারা সরবরাহ করে যাচ্ছে। এর পেছনে পশ্চিমাদের আরও একটি অভিসন্ধি আছে, তা হলো-যুদ্ধে রাশিয়ার শক্তিমত্তা পরীক্ষা করে নেওয়া। অপরদিকে রাশিয়া এ যুদ্ধের সম্মানজনক পরিসমাপ্তি চায়।

সে লক্ষ্যে বলা যায়, অনেকটা রাশিয়ার আগ্রহেই চীন ১২ দফা শান্তি পরিকল্পনাসহ যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছে। চীনের এ শান্তি পরিকল্পনায় যুদ্ধরত দুই পক্ষকেই সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। তবে চীনের এ প্রস্তাবে যুদ্ধে প্ররোচনা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের দায়ী করে তীব্র সমালোচনা করা হয়। ইউক্রেন ও রাশিয়ার এ সংঘাতে যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত দেশগুলো যেভাবে নাক গলাচ্ছে, চীন তার সমালোচনা করে বলেছে-এ যুদ্ধ বন্ধ বা মীমাংসার ইচ্ছা এখন পর্যন্ত অনেক দূরের বিষয় হয়ে রয়েছে। পশ্চিমারা সাহস জোগাচ্ছে বলেই এখনো যুদ্ধের ময়দান ছাড়তে অস্বীকার করে যাচ্ছে ইউক্রেন এবং বলছে-রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে তারা প্রতিরোধ করে যাবে। অপরদিকে, ন্যাটো পূর্ব ইউরোপে যেভাবে বিস্তার লাভ করছে, তাতে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য রাশিয়া কেবল ইউক্রেনের বিরুদ্ধে নয়, গোটা পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন