কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ফল দীর্ঘদিন তাজা রাখার ৫ স্মার্ট উপায়

আসছে গ্রীষ্মকাল, রসালো ফলের সময়। নানা ধরনের ফলে বাজার ভরপুর হয়ে যায় গরমের এই সময়টায়। তবে একসঙ্গে বেশি করে ফল কেনার পর দেখা যায় দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো। জেনে নিন কোন ফল কীভাবে সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত তাজা থাকবে।

১। তরমুজ
তরমুজের প্রায় পুরোটাই পানি। একসঙ্গে খুব বেশি তাই খাওয়া যায় না। তরমুজ কেটে পিস করে রাখবেন না। যতটুকু খাবেন ততটুকুই কাটুন। বাকি অংশ পাতলা প্লাস্টিকের র‍্যাপিং পেপার দিয়ে মুড়ে মুখবন্ধ কন্টেইনারে ফ্রিজ বা ফ্রিজারে রেখে দিন। ৪ থেকে ৭ দিন পর্যন্ত ভালো থাকবে।

২। কলা
কলার কাণ্ড থেকে ইথিলিন গ্যাস নির্গত হয়ে দ্রুত পাকে কলা। তাই প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কলার কাণ্ড ঢেকে এরপর ফ্রিজে রেখে দিন। বেশ কিছু দিন ভালো থাকবে ফলটি।

৩। আনারস
আনারস টুকরো করে কেটে মুখবন্ধ বাটিতে ডিপ ফ্রিজে রেখে দিন। অনেক দিন পর্যন্ত এর স্বাদ অটুট থাকবে।

৪। আপেল
আপেল কেনার সময় ফ্রেশ দেখে কেনার চেষ্টা করবেন। নরমাল ফ্রিজে রেখে দিন একটি প্লাস্টিকে মুড়ে। ১৫ দিন পর্যন্ত ভালো থাকবে আপেল।   

৫। টক ফল বা সাইট্রাস ফল
কমলা বা মাল্টার মতো ফলগুলো অন্যান্য ফলের তুলনায় বেশি দিন ভালো থাকে। এগুলো তাই বাতাস চলাচল করে এমন কোনও জায়গায় রেখে দিতে পারেন। দীর্ঘদিন ফ্রিজে রাখলে শুকিয়ে যেতে পারে সাইট্রাস ফল।   

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন