কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


১৬ বছর ধরে আফজাল হোসেন

কয়েক প্রজন্মের পছন্দের অভিনয়শিল্পী আফজাল হোসেন। অভিনয়ের বাইরে বিজ্ঞাপনচিত্র, নাটক ও টেলিছবি নির্মাণেও নিজের পারদর্শিতা দেখিয়েছেন। মাঝেমধ্যে বিশেষ কোনো অনুষ্ঠান উপস্থাপনাতেও তাঁকে দেখা গেছে। এমন একটি অনুষ্ঠান হলো ‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’। চ্যানেল আইয়ের অনুষ্ঠানটি ১৫ বছর ধরে উপস্থাপনা করে আসছেন তিনি। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাক্তন শিক্ষার্থী আফজাল হোসেন চিত্রশিল্পীদের সঙ্গে ভাবনার আদান–প্রদান করেন।

আজ মঙ্গলবার ঢাকার তেজগাঁওয়ের চ্যানেল আই প্রাঙ্গণে ‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠানের এবারের আয়োজনের উপস্থাপনায়ও থাকছেন আফজাল হোসেন। এ নিয়ে টানা ১৬ বছর অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তিনি। এত বছর কীভাবে পার করেছেন, টেরই পাননি তিনি। অভিনয়ের বাইরে এই অনুষ্ঠান উপস্থাপনার কাজ খুব উপভোগ করেন আফজাল হোসেন। কারণ, বিভিন্ন প্রজন্মের চিত্রশিল্পীর সঙ্গে ভাবনার আদান–প্রদান চলে এই আয়োজনে, যা অন্য সময় সেভাবে সম্ভব হয় না।

‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’ আয়োজন সম্পর্কে আফজাল হোসেন বললেন, ‘আমার কাছে এটাকে খুবই অসাধারণ আয়োজন মনে হয়। কেউ আসলে এ রকম ভাবতেও পারে না। শিল্পীরা এক জায়গায় হয় একটা দিনে, দিনের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ছবি আঁকেন। এটা অনেক বড় ব্যাপার। যদিও সেভাবে বিষয়টা দেখা হয় না। কিন্তু ব্যাপারটা অনেক বড়। দেশের শ্রেষ্ঠ শিল্পী থেকে শুরু করে বর্তমান ও যাঁরা আগামীর শিল্পী হবেন, তাঁরা সবাই একত্র হয়ে এ দিনে ছবি আঁকেন। ছবি আঁকার ধরনও খুব আলাদা। যা ভালো না লেগে উপায় নেই।’

কথায়–কথায় আফজাল হোসেন জানালেন, শুরুর দিকে অংশ নেওয়া অনেক চিত্রশিল্পীকে এখন আর এই আয়োজনে পাওয়া যায় না। তাঁদের ভীষণ রকম মিস করেন তিনি। বললেন, ‘এখন অনেককে পাই না, অনেকে বেঁচে নেই। তাঁদের মিস করি। দিনটার বিশেষত্ব হচ্ছে, দিনটা তো আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ। শিল্পীরা সেই দিনকে স্মরণ করার জন্য, শ্রদ্ধা জানানোর জন্য সবাই একত্র হন, এটা অনেক বড় ব্যাপার। এটা মোটেও প্রাত্যহিক কোনো ব্যাপার নয়। খুব নিয়মিত ঘটনাও নয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন