কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

উড়বেন মানুষি

প্রথম আলো প্রকাশিত: ০৫ মার্চ ২০২৩, ০৮:০১

২০১৭ সালে বিশ্বসুন্দরী খেতাব জয় করেছিলেন মানুষি। তাঁর বলিউড অভিষেকটাও ছিল রাজকীয়। বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে এসেছিলেন ঐতিহাসিক ছবি ‘সম্রাট পৃথ্বীরাজ’-এ। বক্স অফিসে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছিল এই ছবি। তাতে কী? মানুষির ঝুলিতে ইতিমধ্যে এসে গেছে বেশ কিছু ছবি।


সেগুলোর মধ্যে ভারতীয় বিমানসেনার সত্য ঘটনার আধারে নির্মীয়মাণ একটি ছবিতে একজন রাডার অফিসারের চরিত্রে অভিনয় করছেন সাবেক এই বিশ্বসুন্দরী। অ্যাকশনধর্মী এই ছবির মূল চরিত্রে আছেন তেলেগু তারকা বরুণ তেজ। ছবিতে তিনি ভারতের বিমানবাহিনীর বিমানচালকের ভূমিকায় আসতে চলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে সম্প্রতি এই নতুন ছবির কথা ঘোষণা করেছে সনি পিকচার্স। আর মানুষিকে তেলেগু ছবির দুনিয়ায় স্বাগত জানিয়েছে। শুধু তেলেগুতে নয়, ছবিটি হিন্দিতেও মুক্তি পাবে। শক্তি প্রতাপ সিং পরিচালিত ছবিটির নাম এখনো চূড়ান্ত করা হয়নি, আপাতত ‘ভিটিথার্টিন’ রাখা হয়েছে।


‘ভিটিথার্টিন’-এর মতো ছবির অংশ হতে পেরে মানুষি নিজেও দারুণ খুশি। এই ছবি তাঁর সামনে দক্ষিণি ছবির দরজা খুলে দিয়েছে। মানুষি জানান যে এই অ্যাকশনধর্মী ছবির জন্য তাঁকে অনেক কসরত করতে হবে। তিনি প্রস্তুতও। মানুষি তাঁর নতুন ছবির প্রসঙ্গে বলেছেন, ‘এমন এক অ্যাকশনধর্মী ছবির অংশ হতে পেরে আমি সত্যি রোমাঞ্চিত। আর সনি পিকচার্স ইন্টারন্যাশনাল প্রোডাকশনস এবং রেনেসাঁস পিকচার্সের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে বেশ লাগছে!’


পরিচালক শক্তি প্রতাপ সিংয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মানুষি বলেন, ‘ভারতীয় বিমান অফিসারদের জীবন আর তাঁদের ভ্রমণের কথা জানতে পারব ভেবে আমি উৎফুল্ল। এই ছবির মাধ্যমে বরুণ তেজের সঙ্গে এক রোমাঞ্চকর ভ্রমণ শুরু হতে চলেছে।’ ইতিমধ্যে এই ছবির শুটিং শুরু হয়ে গেছে বলে জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও