কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ঢাকার তরুণীকে ভারতে পাচার করে হত্যা, আটক ৩

টিকটকে সেলিব্রেটি বানানো ও বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে টুম্পা (১৭) নামে এক তরুণীকে ভারতে পাচারের পর হত্যার অভিযোগে প্রধান যশোর: টিকটকে সেলিব্রেটি বানানো ও বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে টুম্পা (১৭) নামে এক তরুণীকে ভারতে পাচারের পর হত্যার অভিযোগে প্রধান অভিযুক্তসহ তিন পাচারকারীকে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে যশোর ও খুলনা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার বাসিন্দা আলী হোসেন (২০), খুলনা সদর থানার বাসিন্দা কুলসুম বেগম (৪৫) ও তার ছেলে আল-আমিন (১৯)। হত্যাকাণ্ডের শিকার তরুণী টুম্পা ঢাকার ডেমরা এলাকার বাসিন্দা। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার লে. এম নাজিউর রহমান জানান, বিষয়টি অবহিত হওয়ার পর থেকেই র‌্যাব আসামিদের আটকের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। র‌্যাব তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামিদের অবস্থান নিশ্চিত করে। এরপর শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে হত্যাকারী আলী হোসেন এবং পাচারকারী কুলসুম বেগম ও তার ছেলে আল-আমিনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা টুম্পাকে পাচার ও হত্যার কথা স্বীকার করেছে।

টুম্পা হত্যার ঘটনায় ঢাকার ডেমরা থানায় মামলা হওয়ায় আসামিদের ডেমরা থানায় হস্তান্তর করা হচ্ছে। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার আরও জানান, আটক কুলসুম বেগমের মেয়ে বৃষ্টি এবং জামাই যশোরের অভয়নগর উপজেলার বাসিন্দা নবাব ভারতে বসবাস করেন। তারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পাচার করে নিয়ে যায়। এই কাজে বৃষ্টি ও নবাবের সহযোগী কুলসুম বেগম ও তার ছেলে আল আমিন। এই চক্রের সদস্যরা পরিচয়ের সূত্র ধরে ঢাকার ডেমরা এলাকার বাসিন্দা টুম্পাকে টিকটকে সেলিব্রেটি বানানো ও বিদেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখায়। তিনি আরও জানান, প্রলোভনের ফাঁদে ফেলে ২০২১ সালে টুম্পাকে খুলনায় কুলসুম বেগমের বাড়িতে নিয়ে আসা হয়। এরপর বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন