কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


শ্রদ্ধা জানাতে প্রস্তুত শহীদ মিনার

নিজেদের মাতৃভাষায় কথা বলার অধিকার ছিনিয়ে আনতে বায়ান্ন’র ভাষা আন্দোলনে যারা প্রাণ দিয়েছিলেন, তাদের সেই মহান ত্যাগকে স্মরণ করতে নির্মাণ করা হয়েছে শহীদ মিনার। একুশের প্রথম পহরে রাষ্ট্রীয় মর্যাদায় ভাবগাম্ভীর্যের সঙ্গে স্মরণ করা হয় মহান শহীদদের।

প্রতিবারে মতো এবারও শ্রদ্ধা জানাতে শিল্পীর রঙ-তুলি আর আল্পনায় সেজেছে কেন্দ্রীয় শহীদ মিনার। সোমবার (২০ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, সারা বছর যাচ্ছেতাই পরিবেশ থাকলেও ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে প্রাণ ফিরে পেয়েছে এলাকাটি।

পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে আগেই। বেদিতে আঁকা হয়েছে আলপনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা মিনার প্রাঙ্গণ আলপনা এঁকে রঙের তুলিতে সাজিয়ে তুলেছেন। শহীদ মিনারের চারপাশের দেয়ালগুলোতেও রঙের আঁচড়ে বাহান্ন থেকে একাত্তরের গৌরবগাঁথা, উত্তাল দিনগুলোর চিত্রকর্ম আর কবি-সাহিত্যিকদের উক্তিতে সাজিয়ে তোলা হয়েছে।

গত দুই বছর করোনার কারণে শ্রদ্ধা জানাতে বিধিনিষেধ ও নিয়মকানুন থাকলেও এবার সেটি থাকছে না। তবে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, ‘গত বছর আমরা নানা ধরনে প্রতিকূলতার মধ্যে অমর একুশ উদযাপন করেছি।  অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি— এবার  যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সবার  অংশগ্রহণের মধ্য দিয়ে তা উদযাপন করতে পারবো।’

তিনি বলেন, ‘আমরা সবার প্রতি অনুরোধ রাখবো, যাতে স্বাস্থ্যবিধি অনুসরণ করি। এটা সব সময়ই জরুরি একটি বিষয়। আমরা নিজেরা সুস্থ থাকি এবং অন্যদেরও সুস্থ রাখতে সহায়তা প্রদান করি। নিজস্ব উদ্যোগে সচেতন দৃষ্টিভঙ্গি যেন আমরা পোষণ করি, সেই আহ্বান থাকবে।’

কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা

এদিকে শহীদ মিনারের চারপাশে আলোকসজ্জার পাশাপাশি  পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পাশেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাদে তৈরি করা হয়েছে ঘোষণা মঞ্চ। বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ প্রাঙ্গণে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর কন্ট্রোল রুম, ফায়ার সার্ভিস ও প্রাথমিক চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হয়েছে। উপাচার্য বলেন, ‘প্রতি বছরের মতো এবারও সুষ্ঠুভাবে যথাযোগ্য মর্যাদায় শহীদদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের সুযোগ সব মানুষই পাবেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন