কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


আইইউবিতে ক্যারিয়ার অ্যান্ড নেটওয়ার্কিং ডে

ঢাকা: দেশের বিভিন্ন সেক্টর থেকে আসা ১১০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে গত ৯ ফেব্রুয়ারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ক্যারিয়ার অ্যান্ড নেটওয়ার্কিং ডে ২০২৩।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। 

 ক্যারিয়ার ডে-এর সার্বিক আয়োজনে ছিল আইইউবির অফিস অব ক্যারিয়ার গাইডেন্স, প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই রিলেশন্স। প্রধান অতিথির বক্তব্যে মহিবুল হাসান চৌধুরী বলেন, পড়ার বিষয় যাই হোক না কেন, ছাত্র থাকাকালীন অবস্থায় বিভিন্ন দক্ষতা বিষয়ক কোর্স কিংবা প্রশিক্ষণ নিলে শিক্ষা জীবন শেষে বেকার থাকতে হবে না। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি নানাবিধ কাজে যুক্ত হওয়ার মাধ্যমে উপার্জন করে থাকে। এক সময় সনদ দেখে চাকরি দেওয়া হতো। এখন নিয়োগ দেওয়া হয় দক্ষতার ওপর ভিত্তি করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত কাজের দুনিয়ার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন