কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


প্রশস্ত সড়ক-ফ্লাইওভারে ঘণ্টার রাস্তা পাড়ি ১৭ মিনিটে

ভোগান্তির আরেক নাম ছিল ইসিবি চত্বর আর কালশী মোড়। পাঁচ মিনিট দূরত্বের দুটি মোড় পাড়ি দিতে সময় লাগত কমপক্ষে আধা ঘণ্টা। কখনো তা ঘণ্টায় গিয়ে ঠেকত। তবে ইসিবি চত্বর থেকে কালশী মোড়, সাগুফতা ও মিরপুর ডিওএইচএস পর্যন্ত প্রশস্ত সড়ক আর ফ্লাইওভারের বদৌলতে বদলে গেছে সে চিত্র। এখন ঘণ্টার রাস্তা পাড়ি দিতে সময় লাগছে মাত্র ১৫ থেকে ২০ মিনিট।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী মোড়ে নির্মিত ফ্লাইওভারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ফ্লাইওভারের উদ্বোধন হলেও মিরপুরবাসী প্রশস্ত সড়কের সুফল ভোগ করছিল কয়েক মাস আগে থেকেই।

স্থানীয়রা বলছেন, প্রশস্ত সড়ক ও নির্মিত ফ্লাইওভারে বদলে যাবে মিরপুরে সেই আগের চিত্র। বাড়বে যানবাহনের গতি। রক্ষা মিলবে দীর্ঘ দিনের ভোগান্তি থেকে।

মিরপুর কালশী মোড়ে কথা হয় মোটরসাইকেল আরোহী আসাদুল ইসলামের সঙ্গে। তিনি ঢাকা পোস্টকে বলেন, ফ্লাইওভারের উঠে মাত্র দুই মিনিটে ইসিবি চত্বর থেকে কালশী মোড়ে নেমেছি। কিন্তু আগে ইসিবি চত্বর থেকে কালশী মোড়ে আসতে সময় লাগতো অন্তত আধা ঘণ্টা। রাস্তা প্রশস্ত হয়েছে। ফ্লাইওভারও চালু হলো। এর সুফল পাবে মিরপুরবাসী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন