কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ফাঁদপদ্ধতিতে সবজিতে বিপ্লব!

গ্রামের পথেপ্রান্তরে টাটকা গন্ধ। মাঠে মাঠে সবুজ সবজি। বাতাসে সবজির ম-ম গন্ধ। কৃষকরা মুখে হাসি নিয়ে সবজির সঙ্গে সখ্য গড়ে তুলেছেন। আর গ্রামের নববধূরা সবজি তোলা, সবজি রান্না দিয়েই দিনের শুরু করেন।

এমন চিত্র কুমিল্লার বরুড়া উপজেলার মুগুজি গ্রামে। অথচ বছর দুয়েক আগে বাম্পার ফলন আসার পরও কৃষকরা থাকতেন হতাশ।ঐতিহ্যবাহী সবজির গ্রাম মুগুজি গ্রাম ঘুরে জানা যায়, দুই-তিন বছর আগেও এই গ্রামে কৃষিজমিতে সবজি ঠিকই ফলত কিন্তু কৃষকের হতাশা আর আর্তনাদ ভেসে বেড়াত মাঠে। কারণ বিভিন্ন পোকার আক্রমণ ও রোগে সবজি নষ্ট হয়ে যেত। বাবা-দাদার ঐতিহ্য ধরে রাখতে দিশেহারা হয়ে পড়েন কৃষকরা। এবার সবজি চাষে ব্যবহার করেছেন ফাঁদপদ্ধতি। এতে সবজি উৎপাদনে বিপ্লব ঘটানোর পাশাপাশি সবজি বিদেশেও রফতানি করতে প্রস্তুত কৃষকরা। কেটেছে হতাশাও।

ফাঁদ ব্যবহারের আগের অবস্থানআগে সবজি চাষের জন্য এই এলাকার কৃষকরা জমিতে ১০ বার কীটনাশক ও সার দিতেন। এতে খরচ বেড়ে হতো কয়েক গুণ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন