কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রতিভার চর্চায় মেনসা

দেশ রূপান্তর প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২০

সর্বোচ্চ বুদ্ধ্যঙ্ক-সম্পন্ন প্রতিভাবানদের আঁতুড়ঘর মেনসা। বুদ্ধিবৃত্তি চর্চার এই সংগঠনটির সদস্যরা হলেন মেনসান। শিশু মেনসানদের প্রতিপালন বাবা-মায়ের জন্য অনেক ক্ষেত্রে ক্লান্তিকর হয়ে থাকে। লিখেছেন নাসরিন শওকত


দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের সমারসেট কাউন্টির শহর পোর্টিসহেড। এই শহরের চার বছরের শিশু টেডি। বিদেশি ছয়টি ভাষায় ১০০ পর্যন্ত সংখ্যা গুনতে পারে সে। এমনকি চীনের প্রাচীন মান্দারিন ভাষাও তার আয়ত্তে। অবিশ^াস্য শোনালেও টেডির যখন বয়স ২, তখন সে বাচ্চাদের টেলিভিশন চ্যানেল দেখে নিজে নিজেই পড়া শিখেছে। টেডির মা বেথ হবস তার ছেলে সম্পর্কে বলেছেন, ‘টেডি মাত্র ২৬ মাস বয়সে পড়তে শিখেছে। সে বাচ্চাদের টেলিভিশন দেখে এবং অক্ষরের উচ্চারণ শুনে পড়া রপ্ত করেছে।’ বাবা-মাকে অবাক করে দিয়ে ৩ বছরের টেডিকে মেনসার সদস্য করে নেওয়া হয়েছে। সংগঠনটির যুক্তরাজ্যের সর্বকনিষ্ঠ সদস্য এখন সে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে