কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সাত বছরের মধ্যে সর্বোচ্চ দূষণ এই জানুয়ারিতে

সপ্তাহখানেক ধরেই ঢাকার বাতাসে মারাত্মক দূষণ। দিনের একটা বড় সময় ধরে ঢাকার বাতাসের মান বিশ্বের অন্যান্য শহরের তুলনায় নিচে নেমে যাচ্ছিল। গত এক সপ্তাহে প্রায় প্রতিদিনই বায়ু দূষণের শীর্ষ অবস্থানে উঠে এসেছে ঢাকা। ২০২৩ সালের প্রথম মাসেই অতিরিক্ত অস্বাস্থ্যকর বা দুর্যোগপূর্ণ দিন ছিল ১০ দিন, যা গত সাত বছরের জানুয়ারি মাসের তুলনায় সবচেয়ে বেশি।

এদিকে গত এক সপ্তাহে বায়ু দূষণ প্রতিরোধে অভিযানে প্রায় ১১  লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদফতর। এরপরেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দূষণের মাত্রা।

এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই)  শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় আবারও দূষিত বাতাসের শীর্ষ অবস্থানে উঠে আসে ঢাকা। এসময় ঢাকার বায়ুমান ছিল ১৯৮।

শনিবার সকাল থেকে ঢাকার অবস্থান ছিল কখনও তৃতীয়, আবার কখনও চতুর্থ। এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকার বায়ুমান ছিল ২২৫, আর শুক্রবার ছিল ১৯৫। বায়ুর মান হিসেবে এই সবগুলো অবস্থানের মানে হলো, বাতাসের পরিস্থিতি অস্বাস্থ্যকর।

শুষ্ক মৌসুমে যত্রতত্র রাস্তা খোঁড়া, গাড়ির কালো ধোঁয়া আর নির্মাণ কাজের কারণে সবচেয়ে বেশি দূষিত হচ্ছে ঢাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন