কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তুরস্কের ভূমিকম্পে শুধু স্বজন নয়, নাম হারিয়ে পরিচয়হীন অজস্ত্র শিশু

www.tbsnews.net তুরস্ক প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪৩

তুরস্কের আদানা শহরের এক হাসপাতালের বিছানায় শুয়ে আছে আহত এক শিশু। ৬ মাসের এ শিশুকে একদিকে চিকিৎসকেরা বোতলে করে খাবার খাওয়াচ্ছেন। অন্যদিকে জানা যাচ্ছে না শিশুটির পিতামাতার পরিচয়। কাগজপত্রে লেখা যাচ্ছে না অজ্ঞাত এ শিশুর নাম। তুরস্কে সম্প্রতি সংগঠিত ভূমিকম্প ঠিক এমনই নির্মম বাস্তবতার মুখোমুখি করেছে।  
  
আদানা শহরে চিকিৎসাধীন এই শিশুটি একাই নামহীন নয়। বরং ভূমিকম্পের পর এমন শত শত শিশুর পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। কেননা এদের মাঝে কারও পিতামাতা মারা গেছেন কিংবা অজ্ঞাত আছেন। ভূমিকম্প এ শিশুদের শুধু ঘর-বাড়িই নয়, বরং নিজের শেষ পরিচয় হিসেবে নিজের যে নাম, সেটিও কেড়ে নিয়েছে। 


হাসপাতালে বিছানার পাশে 'অজ্ঞাত' লেখা এক শিশুর হাত ধরে সংবাদমাধ্যম বিবিসিকে এসব কথাই জানান চিকিৎসক নুরসাহ কেসকিন। একইসাথে শরীরে বেশ কিছু ক্ষত থাকলেও কথোপকথনের সময় হাসিমুখে তাকিয়ে ছিল শিশুটি।       

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও