কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


এই মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন? শাঁখা-পলা কেনার সময় নজর রাখুন এদিকে, হবু কনেরা মিস করবেন না

Shankha Pola For Bengali Brides: মাঘ-ফাল্গুনের এই সময়টিতেই চলছে বিয়ের মরশুম। একের পর এক শুভ দিনে বিবাহ বন্ধনে বাঁধা পড়ছেন অনেক যুগল। সাত পাক ঘুরছেন তাঁরা। বিয়ে নিয়ে প্রত্যেক মানুষের মনেই নানা আশা এবং স্বপ্ন থাকে। বিশেষ করে মেয়েরা এই দিনের সাজটি নিয়ে অনেক স্বপ্ন দেখেন। তাঁরা ঠিক কীভাবে সাজবেন, কনের সাজে কেমন দেখাবে, সেসব চিন্তা থাকেই।

এক বছর আগে থেকেই এই পরিকল্পনা শুরু হয়ে যায়। তারকাদের থেকেও অনেক সময় অনুপ্রেরণা নেন, সেই ছবি পাঠিয়ে রাখেন মেকআপ শিল্পীকে। হিন্দু বিবাহে কনের হাত সুন্দর চুড়ি-বালায় সাজে। আর দুই হাতেই থাকে শাঁখা-পলা। শাঁখা-পলা হিন্দু বিবাহের অন্যতম উল্লেখ্য বিষয়। এখন শাঁখা-পলার নানারকম ডিজাইন বাজারে পাওয়া যায়। আপনার বিয়েও কি সামনে, তবে শাঁখা-পলা কেনার আগে কয়েকটি টিপস সঙ্গে রাখুন। কিছু বিষয়ে জেনে রাখুন। (প্রতীকী ছবি, সৌজন্য- istock)

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন